প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
স্বপদে ফিরিয়ে আনতে ছাত্র-ছাত্রীদের স্মারকলিপি
মুন্সীরহাট কলেজের অধ্যক্ষকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের অভিযোগ
মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট কলেজের অধ্যক্ষকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ করেছেন অধ্যক্ষ এমএ মালেক । এদিকে কলেজের বর্তমান অধিকাংশ ছাত্র-ছাত্রী অধ্যক্ষ এমএ মালেককে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গণস্বাক্ষরের কপিসহ স্বারকলিপি দিয়েছে। এই কলেজের অধ্যক্ষ এমএ মালেক গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর তার থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়েছ বলে একটি আবেদন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বেলা আড়াইটার দিকে অধ্যক্ষের নিজ কক্ষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে কলেজের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনার একপর্যায়ে এলাকার প্রায় ৫০/৬০ জন বহিরাগত এসে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন করেন এবং এক পর্যায়ে বর্তমান পরিস্থিতির সুযোগে তাকে অধ্যক্ষ থেকে পদত্যাগ করাতে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদনে আরো দাবি করেন, বহিরাগতরা উত্তেজিত ও মারমুখী হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি প্রদর্শন করলে তিনি ভয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। তাছাড়া কলেজের বর্তমান প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যক্ষকে তার পদে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ জানান, দুটো আবেদন জমা পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে সহসাই পদক্ষেপ নেবেন।