রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

কচুয়ায় প্রায় আড়াই কোটি টাকার মাছ ভেসে গেছে ॥ চাষীরা নিঃস্ব

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় প্রায় আড়াই কোটি টাকার মাছ ভেসে গেছে ॥ চাষীরা নিঃস্ব

কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজার সংলগ্ন কেশোরকোট গ্রামের দুটি মাঠে একাধিক মৎস্য চাষীর প্রায় আড়াই কোটি টাকার মাছ পানিতে ভেসে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সরেজমিনে গেলে মৎস্য চাষী রহিমানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন জানান, বুধবার রাতে ভারী বর্ষণে তার দুটি মাঠে ৮টি প্রজেক্টে প্রায় দেড় কোটি টাকার মাছ পানিতে ভেসে যায়। একই বাজারের ব্যবসায়ী মোঃ খোকন জানান, তার চার একর প্রজেক্টে প্রায় ৩০/৩৫ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে।

কেশোরকোট গ্রামের কাউসার জানান, তার প্রায় ২৫/৩০ লক্ষ টাকার মাছ ভেসে যায়। মানিক মিয়া জানান, তার ১৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। তারা আরও জানান, বিভিন্ন ব্যাংক, এনজিও ও মানুষের কাছ থেকে ঋণ নিয়ে মাছের ব্যবসা করে আসছিলেন। বর্তমানে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়