প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
কচুয়ায় প্রায় আড়াই কোটি টাকার মাছ ভেসে গেছে ॥ চাষীরা নিঃস্ব
কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজার সংলগ্ন কেশোরকোট গ্রামের দুটি মাঠে একাধিক মৎস্য চাষীর প্রায় আড়াই কোটি টাকার মাছ পানিতে ভেসে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সরেজমিনে গেলে মৎস্য চাষী রহিমানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন জানান, বুধবার রাতে ভারী বর্ষণে তার দুটি মাঠে ৮টি প্রজেক্টে প্রায় দেড় কোটি টাকার মাছ পানিতে ভেসে যায়। একই বাজারের ব্যবসায়ী মোঃ খোকন জানান, তার চার একর প্রজেক্টে প্রায় ৩০/৩৫ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে।
কেশোরকোট গ্রামের কাউসার জানান, তার প্রায় ২৫/৩০ লক্ষ টাকার মাছ ভেসে যায়। মানিক মিয়া জানান, তার ১৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। তারা আরও জানান, বিভিন্ন ব্যাংক, এনজিও ও মানুষের কাছ থেকে ঋণ নিয়ে মাছের ব্যবসা করে আসছিলেন। বর্তমানে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।