রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥
ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে ভারতের সাথে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ও ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খোলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ আগস্ট শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ বোরহান উদ্দীন সিদ্দিকী।

খেলাফত মজলিস শহর শাখা সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম আযাদ ও জয়েন্ট সেক্রেটারী ফারুক মুহাম্মদ নোয়াইম।

খেলাফত মজলিস শহর শাখার সেক্রেটারি মাওঃ রফিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন মনির হোসেন শিপন, জেলা ছাত্র মজলিসের সভাপতি সাইফুদ্দিন আহমদ, সেক্রেটারি সাইফুদ্দিন, আব্দুল্লাহ, আবু শাফায়াত, সেলিম রেজাসহ আরো অনেক।

বক্তারা বলেন, বাংলাদেশের ৫৪টি নদীর মধ্যে ৩০টি নদীর ভেতর ভারত অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করেছে। বাংলাদেশের জনগণ যেভাবে স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে, ভারতকেও লাল কার্ড দেখাবে। বক্তাগণ নদীর সঠিক প্রবাহ ঠিক রাখতে বাঁধ ভেঙ্গে ফেলার প্রস্তাব দেন। তারা বলেন, পানি সন্ত্রাসী নরেন্দ্র মোদী কৃত্রিমভাবে বাংলাদেশে বন্যা সৃষ্টি করেছে। তাই ভারতপ্রীতি ছাড়ার জন্যে তারা জনগণকে আহ্বান জানান। নেতৃবৃন্দ জনসাধারণকে বন্যার্ত মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বাইতুল আমীন থেকে শুরু হয়ে চিত্রলেখার মোড়ে মোনাজাতের মাধ্যমে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়