রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

পুরাণবাজার বড় মসজিদে বন্যার্তদের জন্যে দোয়া

স্টাফ রিপোর্টার ॥
পুরাণবাজার বড় মসজিদে বন্যার্তদের জন্যে দোয়া

ভারত থেকে আসা ঢল এবং রেকর্ড বৃষ্টিতে ডুবেছে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল। ভয়াবহ ও আকস্মিক এই বন্যায় অনেক জেলায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। মানুষ মারা গেলেও কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। শুকনো মাটির সন্ধানে ঘুরতে হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। এমন অবস্থায় বানভাসি ও বন্যাকবলিত মানুষদের জন্যে আল্লাহর রহমত কামনা করে জুমার নামাজের সময় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) চাঁদপুর শহরের পুরাণবাজার বড় মসজিদে

জুমার নামাজের মোনাজাতে বন্যার্ত অসহায় মানুষের জন্যে দোয়া ও মোনাজাত করেন খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মসজিদ কমিটির পক্ষ থেকে মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। তিনি বন্যার্তদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানান এবং বিপদগ্রস্ত মানুষের জন্যে দোয়া করার কথা বলেন। শুধু পুরাণবাজার বড় মসজিদ নয়, চাঁদপুরের অধিকাংশ মসজিদেই খতিব ও ইমামগণ জুমার নামাজের আগের খুতবায় বর্তমান পরিস্থিতি ও বন্যার্তদের ভয়াবহ কষ্টের কথা তুলে ধরেন।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মুসলমানদের বড় দায়িত্ব--এমন কথাও বলেন তারা। আর নামাজের পর এই বিপদ থেকে পরিত্রাণ চেয়ে আল্লাহর কাছে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এ সময় অনেক মুসল্লিই কান্নায় ভেঙ্গে পড়েন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়