প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
হাইমচরে প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
টানা বৃষ্টির ফলে হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি অসংখ্য পরিবার। পানের বরজ, মৎস্য খামার, ধানক্ষেতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
২২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৬টি ইউনিয়নে স্থানীয় স্বেচ্ছাসেবীদের ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এ ত্রাণ বিতরণ করেন তিনি।
অতিবৃষ্টির ফলে ২নং উত্তর আলগী ইউনিয়ন, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন, ৪নং নীলকমল ইউনিয়ন, ৫নং হাইমচর, ৬নং চরভৈরবী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বন্যায় সাধারণ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এছাড়াও অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকার মাছের প্রজেক্ট পানিতে ডুবে প্রায় কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। তাই মাছ চাষীদের মাথায় হাত পড়েছে। পানের বরজে পানি থাকায় পান চাষিদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।