প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুরের নূতন পিপি অ্যাড. কুহিনুর বেগম
চাঁদপুর জেলার ফৌজদারী আদালতে (জেলা জজ আদালতে) সাময়িক দায়িত্ব পালনের জন্যে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট কুহিনুর বেগম। চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান গত ২০ আগস্ট পিপি হিসেবে তাকে এ নিয়োগপত্র প্রদান করেন।
চাঁদপুর জেলার পিপি রনজিত কুমার রায় চৌধুরী ১৪ আগস্ট পদত্যাগ করায় প্রেক্ষিতে Legal Remembrancer's Manual ' ১৯৬০-এর অধ্যায়-২-এর ২৭(১৭এ) বিধি এবং ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-এর ৪৯২ (২) ধারামতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ কুহিনুর বেগমকে পিপি হিসেবে দায়িত্ব পালনের এই অনুমোদন দেয়া হয়।
চাঁদপুর জেলার নবাগত পিপি অ্যাড. কুহিনুর বেগম গতকাল বুধবার ২১ আগস্ট পিপি হিসেবে যোগদান করেন। বিকেলে তিনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ )-এর বিচারক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অ্যাডভোকেট কুহিনুর বেগম পিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পর চাঁদপুরের আইনজীবীদের মাঝে আনন্দের রেশ ছড়িয়ে পড়ে।