প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০
বিদ্যুৎ বিচ্ছিন্ন বাবুরহাটসহ আশপাশের এলাকা
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটসহ আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সকাল ৭টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো । সদর উপজেলার পৌর ১৩নং ও ১৪ নং ওয়ার্ড, কল্যাণপুর, আশিকাটি, মৈশাদী ইউনিয়ন, মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট, আড়ংবাজারসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানা যায়। সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটছে। এছাড়াও এসব এলাকায় বসবাসকারী জনসাধারণ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম ও ডিজিএমকে ফোন করা হলে তারা রিসিভ করেননি।