রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০

তিনদিনের টানা বর্ষণে ফরিদগঞ্জের বিভিন্ন সড়কে তীব্র ভাঙ্গন

শামীম হাসান ॥
তিনদিনের টানা বর্ষণে ফরিদগঞ্জের বিভিন্ন সড়কে তীব্র ভাঙ্গন

টানা তিনদিনের ভারী বর্ষণে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। গতকাল ২১ আগস্ট বুধবার ঘুরে দেখা যায়, ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নের কাটাখালী, চর বড়ালী ও সাফুয়া এলাকায় বেশ ক'টি স্থানে সড়কের পাশ দিয়ে ফাটল ধরে ভেঙ্গে পড়েছে। আবার কোথাও কোথাও সড়কের পাশের গাছ হেলে পড়ার কারণে সড়কের প্রায় অর্ধেক অংশ ভেঙ্গে পার্শ্ববর্তী পুকুর কিংবা মাছ চাষের ঘেরে ভেঙ্গে পড়েছে।

স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, গত দুদিন এবং আজকে (বুধবার) টানা বৃষ্টির কারণে রাস্তার দুপাশে থাকা ফসলি জমি ও পুকুর পানি ভর্তি হয়ে রাস্তার সমান হয়ে গেছে। অনেক সময় ধরে পানি আটকে থাকায় সড়কের দুপাশের মাটি নরম হয়ে সড়কের পিচঢালাইসহ ভেঙ্গে পড়েছে। এভাবে ক্রমাগত সড়কের দুপাশ ভাঙ্গতে থাকলে বেশ কিছু এলাকার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।

এদিকে সড়কের পাশ ভেঙ্গে পড়ার কারণে ট্রাক, সিএনজি অটোরিকশা ও অটোবাইক সহ বড়ো যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়