প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০
টানা বর্ষণে ফরিদগঞ্জে ব্যাপক জলাবদ্ধতা ॥ বিপাকে মৎস্যচাষীরা
রোববার রাত থেকে সোমবার সারাদিনের টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত ফরিদগঞ্জ উপজেলায়। পৌর এলাকা থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে মৎস্য চাষীরা। ইতোমধ্যেই বেশ কিছু মাছের ঘের পানিতে ভেসে গেছে। বড়ো বড়ো মাছের ঘেরগুলোতে জাল দিয়ে মাছ ধরে রাখার চেষ্টা করছে মৎস্য চাষীরা।
গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মৎস্যচাষী সোহেল বেপারী, রূপসা উত্তরের আনোয়ার হোসেন, পাইকপাড়া দক্ষিণের সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন মৎস্যচাষী জানান, তারা লাখ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন মাছ চাষে। সেচ প্রকল্প কর্তৃপক্ষ দ্রুত স্লুইচ গেইট দিয়ে পানি না সরালে তাদের মাছ ভেসে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, তারা প্রতিনিয়ত মৎস্যচাষীদের সাথে যোগাযোগ রেখে চলছেন। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সেচ প্রকল্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, যাতে পানি সরানোর ব্যবস্থা করা যায়।