রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুরে মাদক ব্যবসা জমজমাট

পূর্বের ক্রেতাই এখন বিক্রেতা

সোহাঈদ খান জিয়া ॥
চাঁদপুরে মাদক ব্যবসা জমজমাট

চাঁদপুর জেলার সর্বত্র মাদক ব্যবসা জমজমাট আকার ধারণ করেছে। জানা যায়, এক শ্রেণির পেশাদার মাদক ব্যবসায়ী দু মাস ধরে পূর্বের চেয়ে বেশি সক্রিয় হয়ে গেছে। এখন হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। প্রকাশ্যে মাদক বিক্রি করা এখন ওপেন সিক্রেট। পূর্বের মাদক সেবনকারী অনেকে এখন মাদক ব্যবসায়ীতে পরিণত হয়েছে। এরা মোবাইল ফোনের মাধ্যমে টাকা লেনদেন করে। পরে তাদের বিশ্বস্ত লোকের মাধ্যমে মাদক পাঠিয়ে দেয়। মাদকগুলো হচ্ছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। এসব মাদকের মধ্যে বেশি আসে ইয়াবা ট্যাবলেট।

একটি সূত্র জানায়, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে প্রশাসন তখন আন্দোলনের মাঠে চলে আসে এবং চেকপোস্ট বসানো বা চেকিং বন্ধ হয়ে যায়। এ সুযোগকে কাজে লাগায় মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ীরা বুক ফুলিয়ে পূর্বের চেয়ে মাদক বেচাকেনায় লিপ্ত হয়ে যায়। পুলিশ প্রশাসন এখনও পুরোপুরি মাঠে না থাকার কারণে মাদক ব্যবসায়ীরা পূর্বের চেয়ে বেশি সক্রিয়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন লোকজন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে পুলিশ প্রশাসন মাদকবিরোধী অভিযানে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এতে মাদক ব্যবসা আগের চেয়ে বেশি জমজমাট হয়ে উঠে। এরা আগের তুলনায় বেশি মাদক বিক্রি করছে।এখন অনেক মাদক সেবনকারী মাদক ব্যবসায়ী হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের কোমলমতি কিশোর-তরুণ-যুবকরা মাদকাসক্ত হয়ে যাবে। তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। প্রশাসনের ব্যবস্থা নেওয়া এখনই জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়