প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০
লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকগণ
বিক্ষুব্ধদের ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
ফরিদগঞ্জে বিদ্যুতের নানা সমস্যার কারণে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেছেন পৌরবাসী। পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুতের শতাধিক গ্রাহক এই ঘেরাও কার্যক্রমে অংশ নেন। তারা সকলে নিজেদের বাড়ি থেকে মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের অফিসের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঘটনাস্থলে অবস্থান নেন থানা পুলিশের সদস্যরা। রোববার এই ঘেরাও কর্মসূচি পালিত হয়।
ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা সকলে পৌরসভার বাসিন্দা। পৌরসভার নিয়ম অনুযায়ী সকল ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে আসছেন। আগে তারা পৌরসভার লাইনের আওতায় থাকলেও পৌরসভার লাইন থেকে তাদের অন্য একটি লাইনের আওতায় নেওয়া হয়েছে। এতে তারা তীব্র লোডশেডিংয়ের কবলে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। একটু বাতাস ছাড়লে কিংবা ঝড়-বৃষ্টি হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। একবার বিদ্যুৎ গেলে সারাদিনেও আসে না। তাই তারা পৌরসভার বিদ্যুতের লাইনের আওতায় আসার দাবিতে এ কর্মসূচি পালন করেছেন। এর আগেও তারা পল্লী বিদ্যুৎ অফিস, মেয়রের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেছেন।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী, ইব্রাহিম গাজী, জসিম উদ্দিন, মিন্টু জমাদার, ফারুক গাজী, সুজন মিজি, আবুল হোসেন গাজীসহ আরো অনেকে।
পল্লী বিদ্যুৎ সমিতির ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন বলেন, বিক্ষোভকারীদের দাবির বিষয়টি আমি অবগত হয়েছি। এর আগেও তারা এ দাবি নিয়ে আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।