রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০

অতি বৃষ্টিতে হাজীগঞ্জ হয়ে গেছে পানির শহর

ঐতিহাসিক বড় মসজিদসহ বাজারের উত্তরাংশের অনেক স্থান জলাবদ্ধতার কবলে

কামরুজ্জামান টুটুল ॥

প্রায় ১৮ ঘন্টার টানা ও ভারী বৃষ্টিতে পানির শহরে পরিণত হয়েছে ডাকাতিয়া পাড়ের শহর হাজীগঞ্জ। ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদসহ বাজারের উত্তরাংশের অনেক স্থান জলাবদ্ধতার কবলে পড়েছে। স্মরণকালে এমনটি খুবই কম ঘটেছে। হাজীগঞ্জ পৌরসভার কার্যক্রম পুরোপুরি না থাকার কারণে জলাবদ্ধতা নিরসনে সময়ক্ষেপণ হচ্ছে বলে ভুক্তভোগী অনেকেই জানিয়েছেন।

হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কসহ মহল্লা ভিত্তিক গলি ও বহু বাসা বাড়ির নিচতলায় পানি জমতে দেখা গেছে। ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী উপস্থিতি ছিলো শূন্যের কোটায়। মূলত পৌরসভার ড্রেনের মুখে পলিথিনসহ আবর্জনা জমে থাকার কারণে এমন জলাবদ্ধতা হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

সরজমিনে দেখা যায়, হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ, করিমের বাগান, চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাজার অংশের উত্তর অংশ, আল কাউসার স্কুল, স্কুলের ছাত্রাবাস, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পৌর হকার্স মার্কেটের একাংশ ডুবে যায়।

এছাড়া টানা বর্ষণের কারণে উপজেলার কৃষি জমিসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের মূল গতিপথ খালগুলো দখল কিংবা নাব্যতা কমে যাওয়ার কারণে পানি নিষ্কাশনে ধীরগতি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

পৌর ৬নং ওয়ার্ডের সর্দার বাড়ির বাসিন্দা রেজাউল করিন নয়ন জানান, সর্দার বাড়ির রাস্তা, বণিক বাড়ি রাস্তা, মিয়া বাড়ির রাস্তাসহ উক্ত এলাকার বহু বাড়ির নিচতলা পানিতে ডুবে যায়। পৌরসভার ড্রেনে পানি নিষ্কাশন হয়, তবে একেবারে ধীর গতিতে।

পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তফদার সন্ধ্যা পৌনে ৬ টায় জানান, তার ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন হতে আরো ঘন্টা খানেক লাগবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়