প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়
নাগরিক হিসেবে সংখ্যালঘু নয়, বরং সবার অধিকার সমান
----শেখ মুহা. জয়নাল আবদিন
চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের আনন্দবাজার শীলবাড়িতে এবং বিষ্ণুপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
দেশের চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের খোঁজ-খবর নিতে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন। তাদের কোনো প্রকার সমস্যা আছে কিনা বা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে করছেন কিনা--এ বিষয়ে খোলামেলা কথা শুনেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছ থেকে। তারা বলেন, না, আমরা অনেক ভালো আছি, আমরা কোনো রকম হয়রানি বা নির্যাতনের শিকার হইনি। তবে বিভিন্ন জায়গায় গভীর রাতে ডাকাতের গুজব শুনেছিলাম, এখন আর শোনা যায় না।
জেলা সভাপতি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু বুঝি না। আমরা বুঝি আপনারা এ দেশের নাগরিক, নাগরিক হিসেবে আমার আপনার অধিকার সমান, আপনারা আক্রান্ত হওয়া মানে আমরা আক্রান্ত হওয়া। আর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘকালের ঐতিহ্য। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সামাজিক বন্ধন অটুট রাখতে চাই। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে কিংবা নিরাপত্তাহীনতায় ভুগলে আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করবেন এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীর তথ্য দিতে পারলে তার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশাসনের সহযোগিতায় আপনাদের পাশে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খোকন শীল, রণুশীল, ডাঃ সঞ্জয় শীল ও রাজীব শীলসহ বাড়ির অন্যান্য লোকজন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখার সহ-সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী, জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, জেলা সহ-প্রচার সম্পাদক এইচএম নিজাম, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, মাওলানা আল আমিন, মাদরাসান উল্লাহ, যুব নেতা মোহাম্মদ সেলিম হোসাইন, মোঃ মনির গাজী, আহসান বন্দুকসীসহ ইউনিয়নের অন্য নেতৃবৃন্দ।