প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুরে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের ব্যাপক তৎপরতা
‘আমার দেশ আমি গড়বো/দাঙ্গা হলে রুখে দিবো’ স্লোগানে চাঁদপুরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক কর্মণ্ডতৎপরতা দেখিয়েছে।
৬ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এই তৎপরতা তারা দেখায়।
সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় স্থান, বাসাবাড়ি ও সম্পত্তির রক্ষায় এবং সহিংসতার বিরুদ্ধে সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর সেখান হতে শিক্ষার্থীরা বিজয় মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
এরপর তাদের সমন্বয়করা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে চাঁদপুরের স্টেডিয়াম সংলগ্নে রাস্তায় রাস্তায় ও দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করে। একই সাথে তাদের অন্য টিমগুলো বাসস্ট্যান্ড সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভূমিকায় কাজ করে। সদর উপজেলা হতে সড়ক বিভাগ পর্যন্ত বিভিন্ন ভাঙচুর ও জ্বালাও পোড়াওয়ের ধ্বংসাবশেষ পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সমন্বয়ক মোঃ রাজু বলেন, আমরা শান্তিপূর্ণ চাঁদপুর গড়তে রাজপথে থাকবো। কেউ যাতে গুজব বা প্রতিহিংসাপরায়ণ হয়ে কারও ওপর হামলা বা বাড়িঘরে অগ্নিসংযোগ ও বর্বরতা না চালায় সেদিকে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।