প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
ছারছীনার গদ্দিনসীন পীর ছাহেব কেবলার শোক ও সমবেদনা
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের গদ্দিনসীন পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এক বিবৃতিতে বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী (কোটা সংস্কার) ছাত্র আন্দোলন যা পরবর্তীতে গণ-আন্দোলনে রূপ নিয়েছে। আপামর জনতার এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে উত্তম বিনিময় দান করেন। এছাড়া যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এছাড়া বিজয় আনন্দে আতিশয্যে অথবা প্রতিশোধ পরায়ণ হয়ে রাষ্ট্রীয় স্থাপনা, জাতীয় সম্পদ ও সংখ্যালঘুদের ওপর যেকোনো প্রকার হস্তক্ষেপ হতে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।