সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বিএনপি-জামায়াতের কারাবন্দীদের মুক্তিতে আনন্দ মিছিল

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে বিএনপি-জামায়াতের কারাবন্দীদের মুক্তিতে আনন্দ মিছিল

কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের হাতে আটক বিএনপি ও জামায়াত ইসলামী কারাবন্দীদের মুক্তিতে নেতা-কর্মীরা ফরিদগঞ্জে আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদর ও বাসস্ট্যান্ড এলাকায় এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, প্যানেল চেয়ারম্যান জহির হোসেনসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জেলা কারাগার থেকে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে মুক্তিলাভ করেন। কারাবন্দীদের মুক্তির খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়। পরে মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।

বিএনপির নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে উপজেলা সদর। মিছিল শেষে বাসস্ট্যান্ডে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নান্টুসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে প্রায় দেড় যুগ পর প্রকাশ্যে মাঠে মিছিল-সমাবেশ করেছে জামায়াত ইসলামী। উপজেলা জামায়াতের আমির ইউনুছ হেলালের কারামুক্তিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার বিকালে উপজেলার বাসস্ট্র্যান্ড এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়