প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
শেখ হাসিনার পদ্যত্যাগের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছে। ৫ আগস্ট সোমবার দুপুরের পর থেকে উপজেলা সদরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে। এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতা-কর্মীদের খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেনসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেয়।