প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
বাবুরহাটে বঙ্গবন্ধু গেইটে, সড়কে ও বিলবোর্ডে বিক্ষোভকারীদের আগুন
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট ট্রানজিট পয়েন্টে সড়কে ও বিলবোর্ডে আগুন দিয়েছে অসহযোগ আন্দোলনের বিক্ষোভকারীরা। বিকেল ৩টা থেকে বিক্ষোভকারীরা বাবুরহাট ট্রানজিট পয়েন্টে অবস্থান নেয় ও থেমে থেমে হামলা চালায়। এছাড়াও চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এবং বঙ্গবন্ধু গেইট ভাংচুর করে। বিক্ষোভকারীরা সড়কে গাছের গুঁড়ি রেখে সড়ক অবরোধ করে রাখে এবং দফায় দফায় হামলা করে কয়েকটি সিএনজি অটোরিকশা ও অটোবাইক ভাংচুর করে। এ সময় বাবুরহাট বাজারে থমথম অবস্থা ও সকলের মাঝে আতঙ্ক বিরাজ করে।