প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুর কণ্ঠ সম্পাদকের উদ্যোগ
চৌধুরী জামে মসজিদে দোয়া
দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশারের উদ্যোগে গতকাল শুক্রবার আসরের নামাজের পর চাঁদপুর শহরের চৌধুরী জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। তাঁর মরহুম বাবা ও মা এবং ভায়রার ছেলে মরহুম কামরুল আহসান ঝিলামসহ বাংলাদেশের সাম্প্রতিক কোটা আন্দোলন ও সহিংসতায় নিহতদের স্মরণে এবং ফিলিস্তিনসহ সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়ানুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।