সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে ডুবুরি খুঁজে পেলো নিখোঁজ শিশুর মরদেহ

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে ডুবুরি খুঁজে পেলো নিখোঁজ শিশুর মরদেহ

দমকল বাহিনীর ডুবুরির দল খুঁজে পেলো নিখোঁজ শিশু আবির হোসেনের (৬) লাশ। এর আগে কয়েক ঘন্টা ধরে নিজ বাড়িতেই নিখোঁজ ছিলো শিশুটি। কর্মরত চিকিৎসক বললেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা গেছে। ঘটনাটি হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামের মিজি বাড়ির। শিশুটি এ বাড়ির প্রবাসী ইয়াকুবের একমাত্র ছেলে। সে একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা বারোটার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আসে আবির। এরপর নিজ বাড়ির অন্যান্য শিশুর সাথে মাঠে ফুটবল খেলা শেষে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।

এ সময় সফিক নামের বাড়ির এক মুরুব্বী পুকুরে নামতে নিষেধ করে নিজের কাজে চলে যান। কিছুক্ষণ পর তিনি পুকুরে গোসল করতে এসে দেখেন শিশুটির জুতা পানিতে ভাসছে। এতে করে সফিকের সন্দেহ জাগে আর সবাইকে খবর দেন আবির কই আছে খুঁজতে। পরিবারের অন্যান্য সদস্য বাড়ির আশপাশসহ পুকুরে নেমে শিশু আবিরকে খুঁজতে থাকেন। দীর্ঘক্ষণ ধরে শিশুটির খোঁজ না পাওয়ায় হাজীগঞ্জ ফায়ার স্টেশনে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফায়ার স্টেশনের কর্মকর্তা মোঃ ইকবাল হাসান জানান, চাঁদপুর নদীবন্দর ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এনে প্রায় আধাঘন্টা তল্লাশি চালিয়ে পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মারা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়