সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুরে ‘রিমেম্বারিং দ্যা হিরোস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলা : আহত ২০

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুরে ‘রিমেম্বারিং দ্যা হিরোস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলা : আহত ২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে চাঁদপুরে ‘রিমেম্বারিং দ্যা হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের ধাওয়া ও হামলায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে এই হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ছোটাছুটি করতে থাকলে পুরানো বাসস্ট্যান্ড এলাকা জুড়ে হামলার ঘটনা ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় শিক্ষার্থীরা বিভিন্ন দিকে চলে যায়।

স্থানীয় লোকজন জানায়, বিকেল ৩টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ষোলঘর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে। সেখানে তাদেরকে একাধিকবার ধাওয়া করে ছাত্রলীগ। ধাওয়া খেয়ে আবারও শিক্ষার্থীরা অবস্থান নেয় ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে। সেখানে তারা স্লোগান দিয়ে অবস্থান নেয়।

বিকাল ৫টার দিকে ছাত্রলীগের দেড় শতাধিক কর্মী শিক্ষার্থীদের মধ্যে এসে প্রবেশ করে। শিক্ষার্থীদের মধ্যে থেকে ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলের বিপরীত দিকে অবস্থান করেন। শেষ মুহূর্তে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, ছাত্রলীগের কর্মীরা আমাদেরকে লাঞ্ছিত করেছে। তারা আমাদের চুল ধরে টানাটানি করেছে। পুলিশ থাকা সত্ত্বেও ছাত্রলীগের ছেলেরা আমাদের গায়ে হাত দিয়েছে। আমরা পুলিশের কাছে ২০ মিনিট সময় চেয়েছি। পুলিশের উপস্থিতিতে তারা এমন ঘটনা ঘটিয়েছে।

এদিকে ঘটনার পরে পুলিশের একাধিক গাড়ি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল এবং পুরো শহরে টহল দেয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খাঁন বলেন, ঘটনার পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে টহল জোরদার করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, ছাত্রদের আন্দোলনের মধ্যে এখন আর ছাত্ররা নেই। এখানে অন্য অনেকে ঢুকে গেছে। যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে এবং উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করছে। তাদের মধ্যে এখন কথা কাটাকাটি এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। তাদের মধ্যে কেউ বিষয়টি বুঝতে পারছে আবার কেউ বুঝতে পারছে না। এমন অবস্থায় আজকে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি এবং তাদেরকে চলে যাওয়ার জন্যে বলেছি।

উল্লেখ্য, আগের দিন বুধবার এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘রিমেম্বারিং দ্যা হিরোস বা নায়কদের স্মরণ’ কর্মসূচি পালন করার জন্যে চাঁদপুরের আন্দোলনরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়