সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০

অ্যাডঃ কাজী হাবিবুর রহমানের মৃত্যুতে

ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ আলহাজ্ব কাজী হাবিবুর রহমানের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে চাঁদপুর জেলা জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ জাবির হোসেন। মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ মাহবুব চিশতী। উপস্থিত ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুল হান্নান, অন্য বিচারকসহ আইনজীবীরা।

ফুলকোর্ট রেভারেন্স শেষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ এ. এন. এম. মাইনুল ইসলাম। শোকবার্তা পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ ফজলুল হক সরকার, অ্যাডঃ মোঃ রুহুল আমিন (১), অ্যাডঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ আমানুল্লাহ (১), অ্যাডঃ মুজিবুর রহমান, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ আব্দুস সাত্তার, অ্যাডঃ শাহাদাত হোসেন, অ্যাডঃ দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডঃ নজরুল ইসলাম, অ্যাডঃ তোফায়েল হোসেন জোশেফ, অ্যাডঃ শাহ আলম ফরাজী, অ্যাডঃ আব্দুল্লাহিল বাকী, অ্যাডঃ এম এ হালিম পাটওয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন আইনজীবীগণ।

উল্লেখ্য, আলহাজ্ব অ্যাডঃ কাজী হাবিবুর রহমান ১৯৩৯ সালের ৩১ শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে কুমিল্লা জেলা বারে যোগদান করেন এবং কুমিল্লা জেলা বারে ৪ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং ৩০ জুলাই মৃত্যুর দিন পর্যন্ত সমিতির নিয়মিত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মিসেস রাশিদা বেগম, ছেলে ডাঃ কাজী নাসিমুর রহমান, কাজী বজলুর রহমান ও মেয়ে কাজী ফারহানা রহমান রুবি, কাজী সুফিয়া আক্তার সুমি সহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি শাহারাস্তি উপজেলার আলীপুর গ্রামে তাঁকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়