প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী ও কর আইনজীবী সমিতির শোক
অ্যাডঃ কাজী হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ এ. এন. এম. মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী এবং চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, চাঁদপুরের আইন অঙ্গনে আমরা একজন অভিভাবককে হারালাম।