প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
মাছ চাষে সারাদেশে ফরিদগঞ্জ ৪র্থ-এটা আমাদের গর্ব
-------খাজে আহমেদ মজুমদার
ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনকল্পে ‘মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌলী মণ্ডলের সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার। তিনি বলেন, সারাদেশে মাছ উৎপাদনে ফরিদগঞ্জ চতুর্থ এটা আমাদের গর্বের। ইদানীং কৃষকদের মধ্যে একটি বিষয়ে দ্বন্দ্ব দেখি। ধান ও মাছ চাষ নিয়ে বিরোধ করতে দেখি। যা অত্যন্ত দুঃখজনক। বেঁচে থাকার জন্য আমাদের দুটোই প্রয়োজন। ধানও চাষ করতে হবে আবার মাছও লাগবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, যারা মাছ চাষ করেন তাদেরকেই মনে রাখা দরকার সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার পাশের পুকুর অথবা ঝিলে যারা মাছ চাষ করেন তাদের রাস্তার গাইডওয়াল করে দিতে হবে। আপনার ব্যবসার জন্য আরেকজনের হক যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, একাডেমিক সুফারভাইজার আব্দুল্লা আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা মিল্টন দস্তিদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফাহিম প্রমুখ।
অনুষ্ঠানে মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ীসহ তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।