সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০

অ্যাডঃ কাজী হাবিবুর রহমানের ইন্তেকাল

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
অ্যাডঃ কাজী হাবিবুর রহমানের ইন্তেকাল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আলহাজ্ব কাজী হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি গতকাল ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ এ. এন. এম. মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী চৌধুরী এ প্রতিবেদককে জানান, এই সিনিয়র আইনজীবীর জানাজা আজ ৩১ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই সাথে মরহুমের স্মরণে জেলা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভার আয়োজন করা হয়েছে।

অ্যাডঃ আলহাজ্ব কাজী হাবিবুর রহমানের বাবার নাম মরহুম মোঃ কাজী আব্দুল লতিফ। তিনি শাহরাস্তি উপজেলার আলীপুর গ্রামের সন্তান হলেও বসবাস করতেন চাঁদপুর শহরের জিটি রোড এলাকার ‘ছায়ানীড়ে’। তিনি কুমিল্লা বারের পর ১৯৮৪ সালের ১১ সেপ্টেম্বর চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত আইনজীবী সমিতির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। তাঁর মৃত্যুর খবর আদালত এলাকায় পৌঁছালে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা শেষে আজ বুধবারই তাঁকে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়