সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আক্তার ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে। সে স্থানীয় টোরামুন্সিরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, সুমাইয়া আক্তার গত ক’দিন যাবত তার বাবা-মায়ের অবাধ্য হয়ে চলাফেরা শুরু করে। এতে তা মা প্রায় তাকে বকাঝকা করে। ঘটনার দিন দুপুরে খাওয়া-দাওয়া শেষে সে নিজেদের সেমিপাকা বসতঘরের শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তার সুমাইয়াকে ডাকতে গিয়ে দেখে সে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয়াবস্থায় ঝুলে আছে। পরে তার মায়ের ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মাহবুব আলম বলেন, সুমাইয়া আক্তারের মরদেহ সোমবার (২৯ জুলাই) রাতে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মঙ্গলবার (৩০ জুলাই) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়