সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে অংশীজনের সাথে মতবিনিময়

মোহাম্মদ মহিউদ্দিন ॥
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে অংশীজনের সাথে মতবিনিময়

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কচুয়ায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে লিখিত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সেক্টরের গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নপূরণে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং গতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্য খাত অন্যতম অংশীদার। অভ্যন্তরীণ মুক্ত ও বন্ধ জলাশয় এবং সামুদ্রিক জলাশয়ের উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মোশারফ হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ। জানা যায়, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়