প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৬ জুলাই দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় অশুভ চক্রের তৎপরতায় ‘শহিদ মিনার সংলগ্ন মার্কেট হচ্ছে।’ ‘শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জুয়েল ডাক্তার ও মনি বেগম। তারা এক প্রতিবাদ লিপিতে দাবি করেন, আমাদের নাম জড়িয়ে পত্রিকায় যে ধরনের তথ্য উপস্থাপন করা হয়েছে আমি বা আমার স্ত্রী মনি বেগম কোনো ভাবেই জড়িত নই। যদি কেউ প্রমাণ করতে পারেন উল্লেখিত স্থানে আমি বাণিজ্যিক লিজ এনেছি তাহলে যে শাস্তি চাঁদপুরবাসী দিবেন তা মাথা পেতে নেবো। একটি চক্র জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক সমন্বয় সভায় সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়েছে এবং আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। যারা প্রকৃত দোষী তাদের আড়াল করার চেষ্টা করা হয়েছে। আমার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় চট্টগ্রামে যাই। সেখান থেকে আমার নামে কেনো এ ধরনের ভুল তথ্য চাঁদপুর আসে সেটি জানার জন্য। রেলওয়ের ভূমি অফিস থেকে জানতে পারি চাঁদপুর মেডিকেল হলের মালিক কবির হোসেন ও তার স্ত্রী ফাতেমা আক্তার দীপার নামে লীজ নেয়া হয়েছে। অথচ চাঁদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা জানলো আমি লিজ এনেছি। তাই প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম হোসেন জুয়েল (ডাঃ জুয়েল) ও মনি বেগম