সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০

মা জেসমিন আক্তারের আর্তি

‘আমার ছেলের কী দোষ ছিলো?’

মির্জা জাকির ॥
‘আমার ছেলের কী দোষ ছিলো?’

সংসারের উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে বার বার কেঁদে বুক ভাসাচ্ছেন মা জেসমিন আক্তার (৩৫)। ক্লাস ফোর পর্যন্ত পড়ালেখা করার পর সংসারের ঘানি টানতে জীবনযুদ্ধে নেমে পড়ে শিশু ছেলে সিয়াম। মৃত্যুকালে তার বয়স ছিলো ছিলো ২১। টাইলস্ মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামের সর্দার বাড়ির সোহাগ সর্দারের ছেলে সিয়াম। তারা এক ভাই ও দুই বোন। দুই বোনের বিয়ে হয়ে গেছে। বাবা সোহাগ সর্দার অনেকটা অসুস্থ। তেমন কাজ করতে পারেন না। ছেলে সিয়ামই সংসার চালাতো। টাইলস্ মিস্ত্রির সহকারীর কাজ ছেড়ে চলতি মাসের প্রথম দিকে এলাকার এক বড়ো ভাইয়ের সহযোগিতায় ঢাকার মিরপুর ১০ নম্বরে বেনারসি পল্লীতে রাব্বানী হোটেল এন্ড রেস্টুরেন্টে হোটেল বয় হিসেবে চাকুরি নেন। ১৮ জুলাই রাত দশটায় হোটেলের কাজ শেষ করে নিজ বাসায় ফিরতে গিয়ে একটু সামনে গেলেই গুলিবিদ্ধ হন সিয়াম। গুলি তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয় বলে জানান সিয়ামের বাবা সোহাগ সর্দার। এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ সিয়ামকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৯ জুলাই সিয়ামের মামাতো ভাই আতিক ভোর বেলায় তার লাশ নিয়ে এলাকায় আসেন। শুক্রবার জুমার নামাজের পর সিয়ামকে নিজ ঘরের পাশে দাফন করা হয়। সেদিন লাশ অ্যাম্বুলেন্সযোগে নিয়ে আসাসহ দাফন কাজের সহযোগিতা নগদ বিশ হাজার টাকা প্রদান করেন হোটেল মালিক।

সিয়াম কার গুলিতে মারা গেছেন বাবা সোহাগ ও মা জেসমিন আক্তার বলতে পারেন না। তারা এখন সংসারের উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে অন্ধকার দেখছেন বলে জানান। সামনের দিনগুলো কীভাবে কাটাবেন এই চিন্তা ভর করেছে তাদের মাঝে। মা জেসমিন বার বার বলেন, ‘আমার ছেলের কী দোষ ছিল? কেন তাকে গুলি করা হলো?’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়