সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের নতুন কমিটি

সভাপতি তপন সরকার ও সম্পাদক হারুন আল রশীদ

অনলাইন ডেস্ক
চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের নতুন কমিটি

চাঁদপুর জেলা শহরের ৩০টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় কদমতলাস্থ চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের অফিস কক্ষে সাধারণ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি তপন সরকার। শুরুতেই বিগত বছরগুলোর কার্যক্রম, আয়ব্যয় সংক্রান্ত বিশদ ব্যাখ্যা তুলে ধরেন সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের সাধারণ সম্পাদক হারুন আল রশীদ। এ সময় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের উন্নয়ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ পাটোয়ারী, নাট্যজন শুকদেব রায়, শরীফ চৌধুরী, এম আর ইসলাম বাবু, সাংস্কৃতিক সংগঠক জহির উদ্দিন বাবর, জাহাঙ্গীর হোসেন, বাসুদেব মজুমদার, কে এম মাসুদ, পি এম বিল্লাল, অজিত দত্ত, মিঠুন বিশ্বাস, মাহমুদ হাসান খান, সুলতানা আক্তার সেতু, আফসার বাবু প্রমুখ।

এরপর পূর্বতন কার্যকরী কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের সাবজেক্ট কমিটির মাধ্যমে ২০২৪-২০২৬ অর্থ বছরের কার্যনির্বাহী পরিষদ উপস্থাপন করেন নাট্যজন শহীদ পাটোয়ারী। উপস্থিত সকলেই উপস্থাপিত কমিটিকে করতালির মাধ্যমে বরণ করে নেয়। চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের ২০২৪-২০২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত কমিটির সদস্যরা হলেন : সভাপতি তপন সরকার, সহ-সভাপতি চন্দন সরকার, শরীফ চৌধুরী ও জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক হারুন আল রশীদ, সহ-সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু, অনিতা নন্দী ও জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, অর্থ সম্পাদক তবিবুর রহমান রিংকু, প্রচার সম্পাদক পি এম বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজিব চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিঠুন বিশ্বাস; কার্যকরী সদস্যরা হলেন : বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, শহীদ পাটোয়ারী, বাসুদেব মজুমদার, মাহমুদ হোসেন খান, মৃণাল সরকার, মুক্তা পীযূষ, মাহবুব আলম, সোমা দত্ত, অজিত দত্ত, দিদারুল ইসলাম, সাধনা সরকার, সালমান পাটওয়ারী, সাধন সরকার, আফসার বাবু, খোকন মজুমদার ও সাধন দত্ত।

নির্বাচিত নয়া কমিটি উল্লেখিত অর্থ বছরে চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের উন্নয়নে বেশ ক’টি বাস্তবমুখি কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া সভার শুরুতেই প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব মরহুম ইয়াহিয়া কিরণ ও পীযূষ কান্তি রায় চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়