প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০
ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুলাই ) সকাল ১১টায় জেলা জজ আদালতে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ জাবির হোসেন। মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন জেলা ও দায়রা জজ। এ সময় উপস্থিত ছিলেন বিচার বিভাগের বিচারকবৃন্দ ও আইনজীবীগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ মাহবুব চিশতী।
ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতিতে মরহুমের স্মরণে শোকসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ এ.এন.এম মাইনুল ইসলাম। শোকবার্তা পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী।
শোকসভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী চাঁদপুর কণ্ঠের সম্পাদক অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ রুহুল আমিন (১), অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, অ্যাডঃ আমানউল্লাহ (১), অ্যাডঃ শহীদ উল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, অ্যাডঃ নুরুল আমিন খান, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ বদিউজ্জামান কিরন, অ্যাডঃ দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডঃ শাহআলম ফরাজী, অ্যাডঃ তোফায়েল হোসেন জোসেফ, অ্যাডঃ মনিরা বেগম চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ হালিম পাটওয়ারী, অ্যাডঃ রুমানা আফরোজ, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ হুমায়ুন কবির, অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ জসিম উদ্দিন প্রধান, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন প্রমুখ।
উল্লেখ্য, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ২৮ জুলাই রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) তিনি ১৯৯৭ সালের ১২ আগস্ট চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সমিতির নিয়মিত সদস্য ছিলেন।