সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০

বিভিন্ন মহলের শোক

অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা আওয়ামী লীগ

জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মেয়র জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র

ফরিদগঞ্জ ব্যুরো ॥ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এক শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের সদস্যদের শোক সইবার সামর্থ্য প্রদানের জন্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

জেলা আইনজীবী সমিতি

অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ এ.এন. এম. মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীসহ সমিতির অন্য নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর কর আইনজীবী সমিতি

অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু সহ সমিতির অন্যান্য সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর প্রেসক্লাব

জেলা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

চাঁদপুর রোটারী ক্লাব

চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান সভাপতি রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রোটাঃ মাহাবুবুর রহমান সুমন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, রোটাঃ বাবুর মৃত্যুতে জেলাবাসী একজন নিঃস্বার্থ সমাজসেবক ও বলিষ্ঠ সংগঠককে হারালো।

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের বর্তমান সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন এবং সাধারণ সম্পাদক রোঃ ওবায়েদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়