প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০
জেলা আইনজীবী সমিতির সভাপতির ইন্তেকাল
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, চাঁদপুর কর আইনজীবী সমিতির আজীবন সদস্য এবং চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মোঃ সাইয়েদুল ইসলাম বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। রোববার বাদ আসর চাঁদপুর শহরের বেগম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিচার বিভাগের বিচারকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবীসহ সুধীজন এবং মুসল্লিরা অংশ নেন।
অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবু গতকাল ২৮ জুলাই রোববার সকাল সোয়া ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জেলা ও দায়রা জজকোর্টে ফুলকোর্ট রেভারেন্সসহ আইনজীবী সমিতিতে শোকসভা আয়োজন করা হয়।
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর পিতা জেলা আওয়ামী লীগ ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য মরহুম অ্যাডঃ মোঃ সিরাজুল ইসলাম। তিনি সপরিবারে বসবাস করতেন চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়া এলাকায়।
১৯৭০ সালের ২৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন সাইয়েদুল ইসলাম বাবু। জেলা আইনজীবী সমিতিতে ১৯৯৭ সালের ১২ আগস্ট যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সমিতির সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মিসেস নার্গিস সুলতানা, একমাত্র ছেলে সাঈদ আল-মুকতাদীর, ২ ভাই ও দুই বোনসহ বহু আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। তাঁর ছোটভাই হচ্ছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। রোমান জানান, গত দুই মাস ধরে তাঁর মেজোভাই বাবু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফুসফুসে ইনফেকশনজনিত কারণে অসুস্থ ছিলেন। চিকিৎসাকালীন প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং পরবর্তীতে গত ৮ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি হন। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুবরণ করেন।
রোববার
দুপুর ২টা ৪৫ মিনিটে অ্যাডভোকেট সাইয়েদুল ইসলামের কর্মস্থল চাঁদপুর জেলা জজ আদালত ও আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাঁর মরদেহ আনা হয়। এ সময় তাঁর সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁর অকাল মৃত্যুতে আইনজীবীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সদস্য ছিলেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদ ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন।