সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০

বড় স্টেশন ক্লাব রোডে মাদক বেচাকেনা নিয়ে দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
বড় স্টেশন ক্লাব রোডে মাদক বেচাকেনা নিয়ে দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকায় মাদক বিক্রেতা দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এক দফা এবং গতকাল শনিবার সন্ধ্যার পর দুই দফা সংঘর্ষ হয়। মাদক বেচাকেনা নিয়েই তাদের মাঝে এই সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকাটি মাদকের অন্যতম স্পট। এখানে দিনে রাতে সবসময়ই মাদক বেচাকেনা হয়। ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু যুব নেতা এসব মাদক বিক্রেতাকে এখানে শেল্টার দেন । গতকাল সন্ধ্যায় পর পর দুই দফা সংঘর্ষ হয় মাদক বিক্রেতাদের মাঝে। স্থানীয় ঈমান, সাহেদ, সাকিব, ফয়সাল ও রাসেলসহ আরো কিছু মাদক ব্যবসায়ীর মাঝে সংঘর্ষ হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষের সময় তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। তারা স্থানীয় দোকান ও রাস্তায় চলাচল করা অটোবাইকে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ দুই দফা সেখানে যায় বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ কাউকে আটক করে নি বলে জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়