সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০

সাংবাদিক শাহাদাত তালুকদারের মৃত্যুতে শোকসভা ও দোয়া

স্টাফ রিপোর্টার ॥
সাংবাদিক শাহাদাত তালুকদারের মৃত্যুতে শোকসভা ও দোয়া

চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য শাহাদাত তালুকদারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়। সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। সভা পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন।

শোকসভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও সম্মানিত সদস্য আনোয়ার হাবিব কাজল। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল-ইমরান শোভন, সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদসহ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ও বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন শান্ত বলেন, আমরা প্রেসক্লাবের অনেক গুণী সাংবাদিককে হারিয়েছি। এখন মাত্র দুজন প্রতিষ্ঠাতা সদস্য আছেন, তারাও অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন। মানসিক চাপের কারণে সাংবাদিকরা অসুস্থ হয়ে পড়ছেন। সাংবাদিকদের অবস্থা তেমন ভালো না। একে একে সবাই অসুস্থ হয়ে পড়ছেন। এ সময় আমাদের সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়