সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে পানিতে ডুবে শতবর্ষী নারীর মৃত্যু

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে পানিতে ডুবে শতবর্ষী নারীর মৃত্যু

পানিতে ডুবে তফুরেরনেছা নামের শতবর্ষী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের চৌকিদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী একই গ্রামের আমির উদ্দিন ভুঁইয়া বাড়ির মৃত নওয়াব আলী ভুঁইয়ার স্ত্রী।

জানা যায়, নিহত নারীর বাবার বাড়ি ও স্বামীর বাড়ি কাছাকাছি হওয়ার কারণে শুক্রবার বিকেলে তিনি বাবার বাড়িতে (চকিদার বাড়ি) বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে (আমির উদ্দিন ভুঁইয়া বাড়ি) ফেরার পথে নিখোঁজ হন।

এরপর বাবার বাড়ি ও স্বামীর বাড়ির স্বজনেরা তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে চকিদার বাড়ি (বৃদ্ধার বাবার বাড়ি) সংলগ্ন একটি পুকুরে ভাসতে দেখেন তফুরের নেছাকে। এর পরেই তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, তফুরের নেছা শতবর্ষী হলেও তিনি একা হাঁটা-চলা ও খাওয়া-দাওয়া করতে পারতেন। শনিবার সকালে তিনি বাবার বাড়ি সংলগ্ন পুকুর পাড় দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পাড় সরু এবং বৃষ্টিতে কাঁচা মাটি পিচ্ছিল হওয়ায় তিনি পা পিছলে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, তফুরের নেছার পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়