প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০
মেঘনায় ধরা পড়া দুটি ইলিশ বিক্রি হলো ৪ হাজারে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়া ১ কেজি ওজনের একটু বেশি সাইজের দুটি ইলিশ মাছ প্রায় ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২৭ জুলাই শনিবার দুপুরে মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের খোকন খাঁ’র মৎস্য আড়তে মাছ দুটি ১৭শ’ ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
জানা যায়, ইলিশের ভরা মওসুম হওয়া সত্ত্বেও চাঁদপুরের নদ নদীতে মাছ খুবই কম পাওয়া যাচ্ছে। যে পরিমাণ ইলিশ এই ঘাটে আসছে তার অধিকাংশই লক্ষ্মীপুর, নোয়াখালী ও ভোলা জেলার নদী এলাকার। তাই চাঁদপুরের ইলিশের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মেহমানদারির বিশেষ প্রয়োজনে কিছু ক্রেতা ঘাটে আসেন ইলিশ কেনার জন্যে। তবে ইলিশ মাছের দাম শুনে তারা হয়ে যান অবাক। সাড়ে ১৭শ’ থেকে দুই হাজার টাকা কেজিতে একটা ইলিশ কিনে খাওয়া ক’জনেরই পক্ষে সম্ভব! ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।