সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুরে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

আতঙ্ক কাটিয়ে স্বস্তি এখন

মিজানুর রহমান ॥
আতঙ্ক কাটিয়ে স্বস্তি এখন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চাঁদপুরসহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতায় জনজীবনে যে ভয়-আতঙ্ক ছড়িয়েছিল, কারফিউসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। চাঁদপুরে সেনাবাহিনী ও পুলিশের সতর্কাবস্থানের কারণে স্বস্তি ফিরছে জনমনে। খোলা রয়েছে ফুটপাত থেকে শুরু করে মার্কেটের দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস আদালতসহ সব ধরনের প্রতিষ্ঠান। মিল-কারখানার উৎপাদনও চলছে। দিনের পুরো সময় কারফিউ শিথিল থাকার কারণে রাস্তায় যানবাহন চলাচল ও লোক সমাগম বেড়েছে। সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আধা ঘণ্টা এক ঘণ্টা পর পর চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে নির্ধারিত লঞ্চগুলো ঢাকা-মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের দিকে ছেড়ে যাচ্ছে। শনিবার ১৪টি লঞ্চ চাঁদপুর ঘাট ছেড়েছে বলে বিআইডব্লিউটিএ’র ট্রাফিক কর্মকর্তা শাহআলম জানিয়েছেন।

শনিবার (২৭ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, অভ্যন্তরীণ রুটের বিভিন্ন যানবাহনের পাশাপাশি বাবুরহাট-ঢাকা রুটের জৈনপুর, চাঁদপুর-কুমিল্লা রুটের বোগদাদ, চাঁদপুর-জগতপুর রুটের আইদি, ঢাকার পদ্মা বাসসহ চট্টগ্রাম ও অন্যান্য রুটের বাস চলাচল করছে।

এখনো ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়নি বলে চাঁদপুর রেলওয়ে বড়োস্টেশন মাস্টার জানিয়েছেন।

চাঁদপুর শহরের হকার্স মার্কেটসহ বিভিন্ন দোকানদাররা বলছেন, কোটা আন্দোলনের পক্ষে-বিপক্ষ নিয়ে চাঁদপুরেও মিছিল-মহড়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) চাঁদপুর শহরে বেশ কিছু সহিংস ঘটনায় হামলা-ভাংচুর, অগ্নিসংযোগের মত ঘটনা ঘটেছে। এরপর দোকান বন্ধ করে দিই। যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। কারফিউ দেয়া হয়। কারফিউ শিথিল হওয়ার পর গত বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫) জুলাই থেকে চাঁদপুরের সব কিছু আগের মত স্বাভাবিক হতে শুরু করে।

এদিকে চাঁদপুরে কারফিউ জারির অষ্টম দিনে শনিবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। গতকাল রাত ৮টার পর থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তারপর পূর্বদিনের ন্যায় কারফিউ শিথিল থাকবে। জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারফিউ শিথিলের ধারাবাহিকতায় গত ক’দিন সকাল থেকেই চাঁদপুরের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক। ব্যবসা প্রতিষ্ঠান, বিপণীবিতান, ব্যাংক-বীমা, আদালতে স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেশ কিছু দিন পর শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

জেলা প্রশাসক বলেন, জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেশি সময় কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদপুরের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা কাজ করছেন।

জেল প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ জাকারিয়া জানান, কারফিউ ভঙ্গ করায় এ পর্যন্ত অনেককে জরিমানা করা হয়েছে। ২০/৭/২৪ তারিখে মামলা ৩৫, জরিমানা ৫৪৯০০, কারাদণ্ড ৪ জন। ২১ জুলাই ৪১ জনের জরিমানা ২৯৯০০ টাকা, ২২ জুলাই ১৬ জনের জরিমানা ৫৪০০ টাকা ও ২৩ জুলাই ১৫ জনের জরিমানা ১৩৫০০ টাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়