প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০০:০০
জেলা আইনজীবী ও কর আইনজীবী সমিতির শোক
অ্যাডঃ শেখ মোঃ জহিরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ও চাঁদপুর কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বারের সিনিয়র সদস্য অ্যাডঃ শেখ মোঃ জহিরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার রাত পৌনে ৯টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকায় নিজ চেম্বারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
গতকাল ২৩ জুলাই মঙ্গলবার সকাল দশটায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন গোর-গরিবা মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন অধ্যক্ষ মাওঃ আ.ন.ম. মুহিবুল্লাহ।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী, সিনিয়র আইনজীবী অ্যাডঃ রুহুল আমিন (১), মরহুমের বড় ছেলে জিকু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীসহ অন্যরা। বক্তৃতা পর্ব পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সেলিম আকবর।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমনসহ পরিবারবর্গের সদস্য, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা।
অ্যাডঃ শেখ জহিরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী এবং চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু।