সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০

মতলবে চলাচলের রাস্তা কেটেছে দুর্বৃত্তরা

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে চলাচলের রাস্তা কেটেছে দুর্বৃত্তরা

মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের উত্তর ঘোড়াধারী গ্রামের পিংড়া থেকে পোড়াবাড়ি পর্যন্ত চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এতে পথচারীরা বিপাকে পড়েছেন। এলাকাবাসী রাস্তাটি চলাচলের উপযোগী করতে মানববন্ধন করেছেন।

১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় রাস্তা কাটার স্থানে শান্তিপূর্ণভাবে চলাচলের জন্য মানববন্ধন করে এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, উত্তর ঘোড়াধারী গ্রামের পিংড়া হতে পোড়াবাড়ি পর্যন্ত রাস্তাটির পোড়াবাড়ি এলাকায় প্রায় ৬/৭ হাত রাস্তা কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে যানবাহন ও জনচলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কবির, আবু তাহের ও আবু বকর তালুকদার জানান, দীর্ঘ প্রায় ৫০ বছর যাবৎ এ রাস্তা দিয়ে আমরা চলাচল করছি। এলাকার নাছির উদ্দিন তালুকদার ও হুমায়ুন কবির হাজী গং রাতের আঁধারে রাস্তাটি কেটে ফেলেছে। পরে এলাকাবাসী মিলে বালি ফেলে রাস্তাটি ঠিক করে। গত ১৫ জুলাই রাতে আবারো রাস্তাটি কেটে ফেলে দুর্বৃত্তরা। রাস্তাটি দিয়ে শান্তিপূর্ণভাবে চলাচলের জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

হুমায়ুন কবির হাজী ও নাছির উদ্দিন তালুকদার জানান, পুকুরপাড় দিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল করতো। হেদায়েত উল্লাহ তালুকদার তার নিজের স্বার্থের জন্য আমাদের পুকুর পাড় কেটে রাস্তা নির্মাণ করার চেষ্টা করছে। এই রাস্তায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

ওই এলাকার মেম্বার বিল্লাল জানান, অনেক বছর ধরে এই রাস্তা দিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল করতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়