প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ বাজারের সংস্কার কাজ পরিদর্শনে মেয়র
ফরিদগঞ্জ বাজারের উত্তর গলির মাছ বাজারের টিনশেডের সংস্কার কাজ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। গতকাল সোমবার সকালে পরিদর্শনকালে তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় তিনি বাজারের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান শাহ, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানান, মাছ বাজারে টিনশেডের টিনগুলো নষ্ট হয়ে যাওয়ায় ব্যবাসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছেন। তাই জরুরি ভিত্তিতে তা সংস্কার করা হচ্ছে।