সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে পুষ্টি বাগান তৈরির উপকরণ বিতরণ

পুষ্টি বাগান করলে অর্থ সাশ্রয় হবে

-------খাজে আহমেদ মজুমদার

প্রবীর চক্রবর্তী ॥
পুষ্টি বাগান করলে অর্থ সাশ্রয় হবে

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার বলেছেন, পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্যে অনাবাদি পতিত জমিতে ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি বিভাগের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের জন্যে আমরা কৃতজ্ঞ। শুধু এই আড়াইশ’ জন নয় এই সংখ্যা আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি। আজ যারা এই পুষ্টি বাগানের সুবিধা নিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ যত্ন নিয়ে পুষ্টি বাগান করলে নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়েও বাইরে ফসল বিক্রি করে লাভবান হওয়া সম্ভব। তাই আমরা মনোযোগ দিয়ে ভালোভাবে পুষ্টি বাগান করবেন। কারণ আপনারা পুষ্টির চাহিদা আপনি বাড়িতেই মেটতে সক্ষম হলে আপনার অর্থের সাশ্রয় হবে।

১৬ জুলাই মঙ্গলবার দুপুরে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্যে অনবাদি পতিত জমিতে ও বসতবাড়ির আঙিনায় পারবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ সংশোধিত)-এর আওতায় ফরিদগঞ্জে পুষ্টি বাগান তৈরি উপকরণ বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিেেয় তিনি এসব কথা বলেন।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলমের সঞ্চানলায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর উপজেলার মোট ২৫০ জন কৃষকের মাঝে ৬টি ফলদ গাছের চারা, একবছর তথা তিন মৌসুমের বীজ, জৈবসহ ৪ প্রকারের সার, ঝাঁঝুড়ি, নেট ও সুতাসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে। নিয়মানুযায়ী কৃষকরা পতিত জমি ও বাড়ির আঙিনায় পুষ্টি বাগান করলে নিজেদের চাহিদার পূরণের পাশাপাশি বিক্রি করতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়