সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০

বাবুরহাট-মতলব-পেন্নাই আঞ্চলিক সড়কে মহা-জলাবদ্ধতা

মিজানুর রহমান ॥
বাবুরহাট-মতলব-পেন্নাই আঞ্চলিক সড়কে মহা-জলাবদ্ধতা

চাঁদপুরের বাবুরহাট-মতলব-পেন্নাই গুরুত্বপূর্ণ আঞ্চলিক ব্যস্ততম সড়কে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ছোট-বড় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। প্রধান সড়কের প্রতিবন্ধকতার কারণে বিকল্প হিসেবে পাশের নায়েরগাঁও বাজারের সড়কে চলছে ছোট যানবাহন। যে কারণে এখন বাজারেও যানজট লেগে থাকে। সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে দুর্ভোগ নিরসনে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত কয়েকদিনের টানা বৃষ্টির পরে সরেজমিনে ওই সড়কের নায়েরগাঁও বাজার এলাকায় গিয়ে দেখা গেছে প্রায় ৩শ’ গজ দৈর্ঘ্যরে এই জলাবদ্ধতা। বৃষ্টি হলেই জলাবদ্ধতা আরও বাড়ে।

সড়কের পূর্ব পাশে বসতবাড়ি ও পাকা ভবন এবং পশ্চিমে বসতবাড়িসহ বড় একটি পুকুর। এসব পাকা ভবন ও পুকুর থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বরং বৃষ্টির পানিসহ ওইসব বাড়ির ব্যবহৃত সকল পানি ও ময়লা-আবর্জনা এই স্থান দিয়ে বের হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ওই সড়কে ঢাকা-মতলব চলাচলকারী মতলব এক্সপ্রেসের চালক আমজাদ হোসেন বলেন, এই সড়কটি মেরামতের জন্যে স্থায়ী ব্যবস্থা নেয়া দরকার। গত দুই বছর আমরা দুর্ভোগ পোহাচ্ছি। মাঝে মাঝে আমাদের কাছ থেকে স্থানীয়রা ১শ’ টাকা করে চাঁদা নিয়ে সড়ক মেরামত করে।

প্রাইভেট গাড়িচালক এমরান হোসেন বলেন, এখানে পুকুর থাকাতে জলাবদ্ধতা তৈরি হয়। প্রায় সময় চলতে গিয়ে আমাদের গাড়ি আটকে নষ্ট হয়ে যায়। আমরা চরম ভোগান্তিতে আছি। কারণ এই সড়কে দিন-রাতে যাত্রীবাহী বাস, আন্তঃজেলা মালবাহী ট্রাক ও অসংখ্য ছোট যানবাহন চলাচল করে। সময় বাঁচানোর জন্য ঢাকার সাথে চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালি জেলার অনেক যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করছে।

সিএনজিচালিত অটোরিকশা চালক কামরুল হাসান বলেন, বিগত দুই বছর এখান দিয়ে চলতে গেলে গাড়ি বন্ধ হয়ে যায়। আমরা চালকরা একবার ৩৫ হাজার টাকা খরচ করে সড়কটি মেরামত করেছি। এখন এই পুকুরের পানি আবারও সড়কে। আমাদের এই দুর্ভোগের বিষয়টি কারা দেখবে এটাই হচ্ছে প্রশ্ন।

নায়েরগাঁও বাজারের ব্যবসায়ী জুয়েল রানা, নেছার উদ্দিন ও সেলিম দেওয়ান বলেন, বাজার সংলগ্ন আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা। যে কারণে বাজারের সড়ক দিয়ে যানবাহন চলাচল করে। ফলে বাজারের সড়কটিও ক্ষতিগ্রস্ত এবং এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মামুন জানান, বাজারের সড়ক উন্নয়ন কাজের জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দুবার আবেদন করেছি। বরাদ্দ পেলে কাজ করা যাবে। আঞ্চলিক সড়কের কাজ করবে সড়ক বিভাগ। স্থানীয়ভাবে সহযোগিতা লাগলে করা হবে।

সওজ সড়ক বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, চাঁদপুর বাবুরহাট-মতলব-পেন্নাই আঞ্চলিক সড়কটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এই সড়কের নায়েরগাঁও বাজার অর্থাৎ আমাদের সড়কের ২৬তম কিলোমিটার স্থানে জলাবদ্ধতার কারণে চলাচলে খুবই সমস্যা হচ্ছে। এই স্থানটি পূর্বেও আমরা মেরামত করেছি। বর্ষা ও বৃষ্টিতে পাশের পুকুরের পানি সড়কে উঠে যাওয়ার কারণে এই পরিস্থিতি হয়। পুকুরের পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে আমরা দ্রুত মেরামতের উদ্যোগ নিতে পারবো। তাহলে আর দুর্ভোগ থাকবে না।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, নায়েরগাঁও বাজারের সড়কের জলাবদ্ধতার সমস্যা সমাধানে আমরা কাজ করছি। সেখানে আমাদের কিছু খাস জমি আছে। সেগুলো অবৈধ দখলমুক্ত করতে আমরা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দিয়েছি। জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়া হলে উচ্ছেদ অভিযান করা যাবে। সেখানে ড্রেনেজ ব্যবস্থা করা সম্ভব হবে। দুর্ভোগ কমাতে আমাদের চেষ্টা অব্যাহত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়