প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০
শেখ হাসিনার কারাবন্দী দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
এই দেশ স্বাধীনতা পতাকা যতদিন থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে
-----নাছির উদ্দিন আহমেদ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, এই দেশ, স্বাধীনতা। পতাকা যতদিন থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে। কোনো ষড়যন্ত্র স্থান পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে এখন এদেশের মানুষ ভালো আছে। এটি একটি শ্রেণির সহ্য হচ্ছে না। যার ফলে তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই যে কোটা আন্দোলন তারই একটি নমুনা। মনে রাখবেন আওয়ামী লীগের জন্মই হয়েছে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি তাঁর বক্তব্যে আরও বলেন, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের।