সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০

বাংলাদেশ অসাম্প্রাদায়িক শক্তির মডেল

------ড. সেলিম মাহমুদ এমপি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ অসাম্প্রাদায়িক শক্তির মডেল

ভারতীয় উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কচুয়ার সাচারের ঐতিহ্যবাহী জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের ১৫৭তম রথ উৎসবের উল্টো রথযাত্রা হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোববার বিকেলে সাচার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসুদেব সাহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক শক্তির মডেল। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে সব ধর্মের লোকজন নিজের মাতৃভূমি হিসেবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে। সাচারের রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একার উৎসব নয়। এ রথযাত্রা অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। তিনি রোববার বিকেলে কচুয়ার সাচারের ১৫৭তম রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি, কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাবিব মজুমদার জয়, রথ উদযাপন কমিটির সভাপতি শুকদেব গোস্বামী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোপ, অর্থ সম্পাদক রনজিত সাহা, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়