প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০
মতলবে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য র্যালি বের হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী দেওয়ান বাদল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চৈতন্য পাল, মতলব প্রেসক্লাব সভাপতি রোকনুজ্জামান রোকন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ কামাল হোসেন দেওয়ান, সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় কৃষি প্রজেক্ট, ফলদ ও বনজসমৃদ্ধ ২০টি স্টল স্থান পেয়েছে।