প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০
জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল
সম্প্রীতির শহর চাঁদপুরে সকল ধর্মীয় উৎসবে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রায় এই বছর ব্যাপক ভক্ত-সমাবেশ পরিলক্ষিত হয়। পুণ্য অর্জনের নিমিত্তে আর জানা অজানা পাপ থেকে মুক্তির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ শ্রী জগন্নাথদেব, ভ্রাতা বলভদ্র ও ভগ্নি শুভদ্রা মহারাণী আরোহিত সুসজ্জিত রথের দড়ি ধরে রথখানা জগন্নাথদেবের মাসী বাড়ি অর্থাৎ গুণ্ডিচা মন্দিরে নিয়ে যান। গত দুদিন সেখান থেকেই ভক্তবৃন্দ আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে মাসী বাড়ি গুণ্ডিচা মন্দির থেকে জগন্নাথদেবকে পুনরায় স্বস্থানে নিয়ে আসেন। যা উল্টো রথযাত্রা নামে পরিচিতি পেয়ে আসছে। দেশের বিভিন্ন স্থানের ন্যায় গত ১৪ ও ১৫ জুলাই দুদিনব্যাপী চাঁদপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহাআনন্দ ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪ জুলাই রোববার বিকেলে শহরের কালীবাড়ি মন্দির হতে পুরাণবাজার সার্বজনীন জগন্নাথ মন্দির, শহরের মুন্সেফপাড়ায় ইসকন চাঁদপুরের কেন্দ্রীয় মন্দির (গণি স্কুলের সামনে) থেকে ইসকন গোবিন্দ মন্দির ও পুরাণবাজার দাসপাড়া শিব মন্দির থেকে পুরাণবাজার পালপাড়া বিষ্ণু মন্দিরের রথখানা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে স্ব স্ব মন্দিরে ফিরে আসে। এই সময় হাজার হাজার ভক্ত-অনুরাগীর জয় জগন্নাথ ধ্বনিতে রাস্তাঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ছড়িয়ে পড়ে। রথ চলাকালীন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল শ্রেণী-পেশার মানুষ রাস্তার দু ধারে দাঁড়িয়ে তা উপভোগ করেন এবং চাঁদপুরে বহমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলের আন্তরিকতায় শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ দ্বিতীয় ধর্মীয় উৎসব জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান। কালীবাড়ি মন্দির থেকে বের হওয়া পুরাণবাজার জগন্নাথ মন্দিরের উল্টো রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে আতিথিয়েতা গ্রহণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
তিনি রথযাত্রার ব্যাপকতায় সন্তোষ প্রকাশপূর্বক অনুষ্ঠানের সফলতা কামনা করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির শহর চাঁদপুরে সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যথাযোগ্য মর্যাদার সাথেই সকল সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। ধর্ম যার যার, উৎসব আমাদের সকলের- এই কথার তাৎপর্য আমরা সকল ধর্মীয় অনুষ্ঠানেই অনুভব করি। কারণ আমাদের ঈদে বা ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ভাইয়েরা আপ্যায়িত হন, তদ্রূপ তাদের ধর্মীয় অনুষ্ঠানেও আমরা আপ্যায়িত হই। আমাদের মাঝে ধর্মীয় পরিচয় নিয়ে ভিন্নতা আছে, কিন্তু উৎসবের আনন্দ নিয়ে কোনো ভিন্নতা নেই। তিনি চাঁদপুরের অহঙ্কার সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে সকলের প্রতি রথের শুভেচ্ছা জ্ঞাপন করেন। উল্টো রথযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন ও জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সস্পাদক রোটারিয়ান গোপাল চন্দ্র সাহা। আরো স্বাগত বক্তব্য রাখেন পুরাণবাজার জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ। অনুষ্ঠানে জেলা, সদর ও পৌর পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জাগো হিন্দু মহাজোট ও বিভিন্ন মন্দিরসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের ব্যাপক উপস্থিতিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠান ধর্মীয় উন্মাদনায় প্রাণবন্ত হয়ে উঠে। গতকাল ১৫ জুলাই সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় চাঁদপুরের শত বছরের ঐতিহ্যবাহী পুরাণবাজার হরিসভা মদন মোহন মন্দির ও নতুনবাজার শ্রীশ্রী গোপাল জিউর আখড়ার উল্টো রথযাত্রা। রথযাত্রার নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা ছিলো খ্বুই প্রশংসনীয়।