সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০

সাহিত্য একাডেমি চাঁদপুর-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
সাহিত্য একাডেমি চাঁদপুর-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৩ জুলাই শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটি। বিকেলে সাহিত্য একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ছাড়াও কবিতা পাঠ এবং কেক উদযাপনের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাহিত্য একাডেমির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক ও সাবেক মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত।

সাহিত্য একাডেমির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সামীম আহমেদ খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাহিত্য একাডেমির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহ্বায়ক, সব্যসাচী লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক শরীফ চৌধুরী, চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গনি, সাংবাদিক-কবি-লেখক কাদের পলাশ, মাইনুল ইসলাম মানিক, জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি ও লেখক মুহাম্মদ হানিফ, কাজী আশরাফুজ্জান রাসেল, খোকন চন্দ্র মজুমদার ও মুক্তা পীযূষ।

অনুষ্ঠানে চাঁদপুরের সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়