সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০

বছরের পর বছর জনদুর্ভোগের নিউজ ছাপা হয় কিন্তু কর্তৃপক্ষের নজরে আসে না ব্যবসায়ী ও এলাকাবাসীর ক্ষোভ

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
বছরের পর বছর জনদুর্ভোগের নিউজ ছাপা হয় কিন্তু কর্তৃপক্ষের নজরে আসে না ব্যবসায়ী ও এলাকাবাসীর ক্ষোভ

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারের একটি অংশের জনদুর্ভোগের নিউজ একাধিকবার পত্রিকায় প্রকাশের পরও কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। ক্ষত-বিক্ষত সড়কের এই অংশটি নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড হতে বাকিলা-চেঙ্গাতলী-নারায়ণপুর সড়কের প্রবেশমুখ। নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড হতে পূর্ব দিকে মাত্র ৩শ’ মিটার রাস্তার জন্য প্রতিনিয়ত ভোগান্তির শিকার শত শত পথচারী। এই রাস্তা দিয়ে কেবল নারায়ণপুর বাজারের ক্রেতা-বিক্রেতারা চলাচল করে এমনটি নয়। আশপাশের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং রাজধানী ঢাকায় যাতায়াতকারী মতলব পূর্বাঞ্চলসহ হাজীগঞ্জ ও কচুয়ার হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন।

চাঁদপুর কণ্ঠে গত ২৯ আগস্ট ২০২২ তারিখে নারায়ণপুর বাজারের এই সড়কটি নিয়ে নিউজ প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল ‘নারায়ণপুর বাজারের রাস্তা যেন ক্ষত-বিক্ষত শরীর’। গত ৯ আগস্ট ২০২৩ তারিখে একই পত্রিকায় ‘এটি বাজারের রাস্তা নয়, যেন এক খণ্ড খাল’ শিরোনামে নিউজ প্রকাশ হয়। জনগুরুত্বপূর্ণ এই নিউজের উপর পরদিন ১০ আগস্ট ২০২৩ তারিখে চাঁদপুর কণ্ঠে সম্পাদকীয় ছাপা হয়। যার শিরোনাম ছিল ‘নারায়ণপুর বাজারের দিকে সুনজর দিন’। প্রকাশিত প্রতিবেদনগুলোতে নারায়ণপুর বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য তুলে ধরা হয়। তারপরও সড়কটিতে দৃশ্যমান কোনো কাজ হয় নি। ফলে বর্ষা মৌসুম শুরুর পর থেকেই ভোগান্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নষ্ট হয়ে যায় পথচারীদের পরিধেয় কাপড়। তাছাড়া নারায়ণপুর বাজারে যখনই ছোটখাটো উন্নয়ন হয়েছে, তাতে পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এতে সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা।

এ ব্যাপারে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার বলেন, নারায়ণপুর বাজারের ক্ষতিগ্রস্ত সড়কটি এলজিইডির আওতাধীন। এটি মেরামতের জন্যে মতলব দক্ষিণ উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে আশ্বস্ত করেছেন।

উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, নারায়ণপুর-চেঙ্গাতলী-বাকিলা সড়কের নারায়ণপুর বাজারের যে অংশটি খানাখন্দকে ভরা, এটি রিপেয়ারিংয়ের জন্য এলজিইডি অফিসে আবেদন পাঠানো হয়েছে। আবেদন অনুমোদন হলে রিপেয়ারিংয়ের কাজ করা যাবে।

এক প্রশ্নের জবাবে চাঁদপুর কণ্ঠকে তিনি বলেন, চট্টগ্রাম বিভাগীয় গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়কসমূহ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় উল্লেখিত সড়কটি অন্তর্ভুক্ত করা আছে। অনুমোদন হলে নারায়ণপুর থেকে বাকিলা পর্যন্ত সড়কের উন্নয়ন হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়