বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০

মোহাম্মদ আলী মাঝিকে যুবলীগ থেকে অব্যাহতি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
মোহাম্মদ আলী মাঝিকে যুবলীগ থেকে অব্যাহতি

চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝিকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপির গত ২৮ জুন তারিখে স্বাক্ষরে এক চিঠির মাধ্যমে তাকে এই অব্যাহতির বিষয়টি জানানো হয়।

মোহাম্মদ আলী মাঝির কাছে প্রেরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, আপনি মোহাম্মদ আলী মাঝি, সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁদপুর জেলা শাখা। আপনার বিরুদ্ধে গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের অভিযোগ রয়েছে। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা বিনষ্ট করেছে। অতএব, গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ-এর নির্দেশক্রমে আপনাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, গত ১১ জুন মঙ্গলবার চাঁদপুর শহরের পুরান বাজারে দুই গ্রুপের সংঘর্ষে আল-আমিন খান (৩২) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় নিহতের পিতা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান ডেঙ্গু বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মোহাম্মদ আলী মাঝিকে দ্বিতীয় এবং তার অপর দুই ছেলে সজিব মাঝি ও রাকিব মাঝিকে প্রথম ও তিন নম্বর আসামী করে ২৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়